Sundor poem Amitabh Gupta সুন্দর (কবিতা) – অমিতাভ গুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

সহজ সমুদ্র আমি দেখেছি কি কোনােদিন? সবুজাভ জল
কাটাহাতে, এড়িয়ে ঝিনুককাঁটা, কোনােদিন বেঁধেছি অঞ্জলি?
যেখানে আচ্ছন্নঘুমে টের পাই মেয়েদের চোখের কাজল
অন্ধকারে ঝরে গেছে — টিলার নির্জন ছুঁয়ে বিপন্ন দেহলি
নেমে আসে : সেই অনুরমণীরা কোনােদিন সাগরের আগুনচাপায়
আমাকে বাসেনি ভালাে, সাজায় নি স্তবকে বিন্যাসে
তবুও পেয়েছি ঘ্রাণ — নৈশগন্ধক, নুন — রাতের নিঃশ্বাসে
নারী ও সমুদ্র মিলে আমাকে এখনাে তবু তরঙ্গে কাঁপায়

জেগে ওঠে এই জল, মেঘমর্ম, ছায়া, মহাকাল
আর্ত রূপবােধ নিয়ে : যেখানে আশ্লিষ্ট ওই ঝাউবন,
শিকড়ের দ্রুত অভিজ্ঞানে
সৌন্দর্যপ্রয়াসী চেনে বিপুল অক্ষম ভুল, সমুদ্রবাঁধাল
ছেড়ে তবু দময়ন্তী ভেসে যায় বাহকের টানে।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।