Hashir bajna kobita Sunil Basu হাসির বাজনা – সুনীল বসু
সবুজ হাসিকে পিতল কাঁসার মতন বাজিয়ে বাজিয়ে বাজিয়ে ছুঁড়ে ফেলে দিলো মেয়েটি দারুণ লাল গোধুলিতে এক সার ঘোড়া ক্ষেপে ছুটে গেল ধুলোকে উড়িয়ে যেন ডুগডুগি জোরে বেজে গেল মরুর বালিতে অশ্বক্ষুরের ধাক্কায় ধুলো ছাই-রঙ ফুল দিগন্তে হল, বিশাল মাঠের মধ্যে…