Jonmo hoy na mrityu hoy na জন্ম হয় না, মৃত্যু হয় না কবিতা
আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না— কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্ত্যধামে, আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ…