Somoy kobita Sunil Gangopardhyay সময় – সুনীল গঙ্গোপাধ্যায়
বিষন্ন সন্ধ্যার জাল তােলে এক নীরব শিকারী চেয়ে দেখে সব পাখি হয়েছে উধাও দু’ একটি বৃত্তঝরা আলাের পালক থাকে, তাও হাত পেতে চেয়ে নেয় রাত্রির ভিখারী। শূন্য মনে ফিরে যায়। ব্যর্থতার, দু’ চোখের কালাে বন্যার শব্দের মতাে দিগন্তে ছড়ায়…