Nirake dekha poem নীরাকে দেখা (কবিতা) – সুনীল গঙ্গোপাধ্যায়
আমার দূরত্ব সহ্য হয় না, নীরা, ঝড়ের রাত্রির মতাে কাছে এসাে যেমন নদীর গর্ভে গুমরে ওঠে নিদাঘের তােপ প্রতিটি শিমুল বৃক্ষ সর্বাঙ্গে আগুন মেখে যেমন অস্থির আমি প্রতীক্ষায় আছি বৃষ্টির চাদর গায়ে, হালকা পায়ে, দিকবধূর মতাে তুমি এই দরদালানে একটু…