Joler kinare kobita Sunil Gangopardhyay : জলের কিনারে – সুনীল গঙ্গোপাধ্যায়
আমার মন খারাপ, তাই যাই জলের কিনারজল তো চেনে না, জল কঠিন হৃদয়বিস্মরণ মূর্তিমান হয়ে থাকে জলের গভীরেছায়া পড়ে! কার ছায়া?যে দেখে সে নিজেও চেনে না জলে রাখি ওষ্ঠ, যেন কবেকার সেই ছেলেবেলাপ্রথম ঊরুর কাছে মুখ, বুক কেঁপে ওঠাপ্ৰথম নারীর…