Palok Bengali lyrics poetry : পালক – শ্যামল সিংহ
যে মেয়েটি বারবার ফুলের বাগানে যায় আমরা তার চরিত্র সম্বন্ধে সন্দেহহীন আমরা খোঁজ নিয়ে জেনেছি এক ঝাঁক সাদা হাঁস তাদের পালক উপহার দিয়ে গেছে মেয়েটিকে বছরে একবারই সরস্বতী পূজা হয়
যে মেয়েটি বারবার ফুলের বাগানে যায় আমরা তার চরিত্র সম্বন্ধে সন্দেহহীন আমরা খোঁজ নিয়ে জেনেছি এক ঝাঁক সাদা হাঁস তাদের পালক উপহার দিয়ে গেছে মেয়েটিকে বছরে একবারই সরস্বতী পূজা হয়
সূর্য-পাগলের সাথে চাঁদ-পাগলের দেখা হলে বৃষ্টি পড়ে সাক্ষী সব পাখি নদী সূর্য-পাগলের চোখে কী খোঁজে নদী চাঁদ-পাগলের চোখে কী খোঁজে অরণ্যে অরণ্যে ছড়িয়ে আছে শাঁখা
শূন্য থেকে শুরু করলে প্রজাপতি ধরা যায় শূন্য থেকে শুরু করলে চাঁদের অনুবাদ করা যায় নইলে প্রচ্ছদহীন হয়ে পড়ে বই
মনে পড়ছে লাল সোয়েটার সোয়েটারের শরীর জুড়ে ছিল একটি মেয়ের অজস্র লাল চুমু সোয়েটার উড়তে উড়তে পার হয়ে গেছে নদী নালা পাহাড় পর্বত হু হু করে শীত বাড়ছে ভাঙা দাঁতের মতো পড়ে আছে লাল অক্ষর
গল্পের ছলে মেয়েটির চুলের থেকে তুলে নিয়েছি চুলের কাঁটা পিছে পড়ে আছে সমুদ্র