সৈয়দ শামসুল হক

Ekusheyr kobita Sayad Samshul Haque একুশের কবিতা সৈয়দ শামসুল হক

Ekusheyr kobita একুশের কবিতা – সৈয়দ শামসুল হক

  সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল–   তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনাজলে স্নিগ্ধ মাটীর…

Read MoreEkusheyr kobita একুশের কবিতা – সৈয়দ শামসুল হক
Amar porichoy kobita Syed Shamsul Haque আমার পরিচয় কবিতা সৈয়দ শামসুল হক

Amar porichoy kobita আমার পরিচয় কবিতা সৈয়দ শামসুল হক

  আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?   আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো…

Read MoreAmar porichoy kobita আমার পরিচয় কবিতা সৈয়দ শামসুল হক
Tumi sudhu tumi kobita Syed Shamsul Haque তুমিই শুধু তুমি কবিতা সৈয়দ শামসুল হক

Tumi sudhu tumi kobita তুমিই শুধু তুমি কবিতা সৈয়দ শামসুল হক

  তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি। কপালে ওই টকটকে লাল টিপ। আমি কি আর তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি? তুমি আমার পতাকা, আমার কৃষির বদ্বীপ।   করতলের স্বপ্ন-আমন ধানের গন্ধ তুমি তুমি আমার চিত্রকলার তুলি। পদ্য লেখার ছন্দ…

Read MoreTumi sudhu tumi kobita তুমিই শুধু তুমি কবিতা সৈয়দ শামসুল হক

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।