নারদ ! নারদ ! (কবিতা) – সুকুমার রায় Narod narod poem
“হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল শাদাকে বল্ছিলি লাল ? (আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে ? (আর) তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো ? (আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দড়ি…