Tej poem lyrics Debabrata Singha তেজ (কবিতা) – দেবব্রত সিংহ
আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি, কাগজআওলারা বললেক, উহুঁ অতটুকু্ন বললে হবেক কেনে তুমি ইবারকার মাধ্যমিকে পথম তুমাকে বলতে হবেক আরঅ কিছু। টিভিআওলারা বললেক, তুমি খেতমজুরের মেইয়া তুমি কী করে কামীন খাটে মাধ্যমিকে পথম হলে সেটা তুমাকে বলতে…