ভাল রে ভাল (কবিতা) – সুকুমার রায় Valo re valo poem
দাদা গো ! দেখ্ছি ভেবে অনেক দূর— এই দুনিয়ার সকল ভাল, আসল ভাল নকল ভাল, সস্তা ভাল দামীও ভাল, তুমিও ভাল আমিও ভাল, হেথায় গানের ছন্দ ভাল, হেথায় ফুলের গন্ধ ভাল, মেঘ–মাখানো আকাশ ভাল, ঢেউ–জাগানো বাতাস ভাল, গ্রীষ্ম ভাল…