শিব-দুর্গার দারুণ বিপদ (কবিতা) – ভবানীপ্রসাদ মজুমদার
কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে মর্তে চলেন তাইতাে সদলবলে। যে হারে রােজ গলছে বরফ, যাচ্ছে খবর পাওয়া এভাবে আর দু’তিন মাসেই পুরাে কৈলাস হাওয়া। চিন্তাতে তাই শিব-দুর্গার ঘুম নেই দু’ চোখে অবশেষে কোথায় যাবেন ভূলােকে দ্যুলােকে ?…