আজ বরষার রূপ হেরি মানবের মাঝে – রবীন্দ্রনাথ ঠাকুর
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে ; চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে। হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোপ ক ‘ রে চলে সীমা, কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে। বরষার রূপ হেরি…