Mashi go mashi kobita lyrics মাসি গো মাসি কবিতা – সুকুমার রায়
মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম্- হাতীর মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম্।।
মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম্- হাতীর মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম্।।
বদ্যিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে, আচ্ছা ক’রে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে, বল্ল কেশে, “বড়ই কঠিন ব্যামো, এ সব কি সুচিকিৎসা ? —আরে আরে রামঃ। আমার হাতে পড়লে পড়ে ‘এক্সরে’ করে দেখি, রোগটা কেমন, কঠিন কিনা–আসল কিংবা…
চন্ডীচরণ দাস ছিল পড়তে পড়তে হাসছিল হাসতে হাসতে হাঁস হল হায় কী সর্বনাশ হল। নন্দগোপাল কর ছিল ডুব দিয়ে মাছ ধরছিল ধরতে ধরতে মাছ হল হায় কী সর্বনাশ হল। বিশ্বমোহন বল ছিল ঘাসের ওপর চলছিল চলতে চলতে…
মটকু মাইতি বাঁটকুল রায় ক্রুদ্ব হয়ে যুদ্ধে যায় বেঁটে খাটো নিটপিটে পায়- ছেতরে চলে কেতরে চায়। মটকু মাইতি বাঁটকুল রায়।। পায়ে পরে গাবদা বুট আর পট্টি গড়াই চলে যেন গাঁঠরি আর মোটটি, ওগো হনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি…
কোনখানে গিয়েছিলি বিল্লি রে বিল্লি ? -বাদশাকে দেখতে দিল্লী গো দিল্লী। -বাদশাহ খুশি হয়ে তোরে বল দিল কি ? -দিল্লী কা লাড্ডু! চাও যদি এনে দি।
তালপাতার এক সেপাই ছিল বলছি শোন গল্প- হাত-পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প। ঠেলা দিলেই ঠল্টে পড়ে এমনি পালোয়ান; চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান । বৈশাখী ঝড় বইল যেমন উড়িয়ে নিল ফুরফুর তালপাতার সে হাল্কা দেহ…