ভালো থেকো, মা (কবিতা) – অপূর্ব দত্ত Valo theko maa poem lyrics
এই চিঠিটা লেখার কথা ছিল দু-মাস আগে জানোই তো মা লিখতে গেলে খাম-পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্টাপিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি। তাও ভাগ্যিস একপাঁচিলে, খুব উঁচু নয়, তাই পাঁচ-ছটা থান-ইট সাজিয়ে টপকে চলে…