নববর্ষের কবিতা

Eso he boishakh lyrics - এসো হে বৈশাখ লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর

Eso he boishakh (Poem) lyrics এসো হে বৈশাখ (কবিতা) লিরিক্স

  এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,…

Read MoreEso he boishakh (Poem) lyrics এসো হে বৈশাখ (কবিতা) লিরিক্স

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।