Merun ronger ekka kobita মেরুণ রঙের এক্কা – অমিতাভ দাশগুপ্ত
আমরা দুজন চড়ব এখন মেরুণ রঙের এক্কা। সে-গাড়ি টানবে ছােট্ট একটি টাট্টু, তার রােগা পিঠে জুড়ে দেব একজোড়া পােক্ত বাদামি ডানা— শূন্যে ভাসব দোক্কায়। আগেভাগে চলে গিয়েছে টেলিগ্রাম সােনামুগ-রঙা মেঘে। ভাতের গন্ধে ঠাসা আকাশের গােখালাইন ডিঙিয়ে কাপা ছায়া ফেলে তির…