অমলিন পরিচয়(দূরত্ব জানে শুধু একদিন) – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
সেই থেকে মনে আছে- কপালের ডানপাশে কালাে জ্বন্মজরুল, চুলের গন্ধে নেমে আসা দেবদারু-রাতে কতােটা বিভাের হতে পারে উদাস আঙুল, সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল। অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম, সেই পরিচয়, আমি তাকে নিসঙ্গতা বলি। তুমি…