Porajito Podaboli Abul Hassan পরাজিত পদাবলী – আবুল হাসান
আমার বাহু বকুল ভেবে গ্রীবায় পরেছিলে মনে কি পড়ে প্রশ্নহীন রাতের অভিসার? অন্ধকারে আড়াল পেয়ে ওষ্ঠে তুলে নিলে হঠাৎ গাঢ় চুম্বনের তীব্র দহনগুলি? মনে কি পড়ে বলেছিলে এ পোড়াদেশে যদি বিরহ ছাড়া কিছুতে নেই ভালোবাসার বোধি – রাজ্য জুড়ে রাজার…