Thoter rong terakota kobita : ঠোটের রং টেরাকোটা – পিনাকী ঠাকুর
এদিকে শ্যাওলা জমে যাচ্ছে আমার শরীরে !
রাতের পর রাত ঘুরে বেড়িয়েছি মৃত শহরের রাস্তায়
খেলতে গিয়ে মরতে বসেছি চিনেপাড়ার
ঝাপসা গলিতে
দোকান থেকে পার্ক স্ট্রিটের কবর
লালদিঘির পাশে আলেয়া দুর্গের ধ্বংসাবশেষ
রাখালদাস বন্দ্যোপাধ্যায় থেকে হিস্ট্রি চ্যানেল…
আমার চোখে শ্যাওলা জমে যাচ্ছে, পিছনে ছুটছে
ইতিহাসের অশরীরী আতঙ্ক
চোরা লণ্ঠন, শাবল, গাঁইতি, কম্পাস আর নােটবুকে
আমার রুকস্যাক ভারী হয়ে উঠেছে
আজ সন্ধ্যার হঠাৎ আবছায়ায় তােমার ঠোঁটের
টেরাকোটা-রং দেখে আমি বুঝতে পারলাম
তােমার রত্নগুহার কোনও ম্যাপ নেই, ছিলও না, কেবল
সংকেত ওই টেরাকোটা
হাজার হাজার মন্দিরের মধ্যে কোথায় সেই রত্নগুহা
যাকে পাহারা দেয় এক ভয়ংকর সাপ
মন্দিরের চূড়ায় গাছ গজিয়ে গিয়ে ফাটল ধরেছে
সেই রত্নগুহার মধ্যে দিয়েই বয়ে যাচ্ছে অন্ধকার নদী
যার বালিতে সােনার গুঁড়াে…
আজ রাস্তার পাগল কামড়ে দিচ্ছে তােমার ঠোঁটের
টেরাকোটা
মনেই কামড়ে দিয়ে ম্যাপ খুঁজছে আবার
তুমি বুঝতে পারছ যদি, চিৎকার করছ না কেন?