Tumi jekhanei jao kobita lyrics তুমি যেখানেই যাও কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bengali Love Poem, Tumi jekhanei jao kobita lyrics written by Sunil Gangopadhyay বাংলা প্রেমের কবিতা, তুমি যেখানেই যাও লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়।

 

তুমি যেখানেই যাও

আমি সঙ্গে আছি।

মন্দিরের পাশে তুমি শোনোনি নিঃশ্বাস?

লঘু মরালীর মতো হাওয়া উড়ে যায়

জ্যোৎস্না রাতে নক্ষত্রেরা স্থান বদলায়

ভ্রমণকারিণী হয়ে তুমি গেলে কার্শিয়াং

অন্য এক পদশব্দ পেছনে শোনোনি?

তোমার গালের পাশে ফুঁ

দিয়ে কে সরিয়েছে চুর্ণ অলক?

 

তুমি সাহসিনী,

তুমি সব জানলা খুলে রাখো

মধ্যরাত্রে দর্পণের সামনে তুমি

এক হাতে চিরুনী

রাত্রিবাস পরা এক স্থির চিত্র

যে রকম বতিচেল্লি এঁকেছেন:

ঝিল্লীর আড়াল থেকে

আমি দেখি তোমার সুটাম তনু

ওষ্ঠের উদাস—লেখা

স্তনদ্বয়ে ক্ষীণ ওঠা নামা

ভিখারী বা চোর কিংবা প্রেত নয়

সারা রাত আমি থাকি তোমার প্রহরী।

 

তোমাকে যখন দেখি, তার

চেয়ে বেশি দেখি

যখন দেখি না।

শুকনো ফুলের মালা যে-রকম বলে দেয় সে এসেছে,

চড়ুই পাখিরা জানে

আমি কার প্রতিক্ষায় বসে আছি—

এলাচের দানা জানে

কার ঠোঁট গন্ধময় হবে—

তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!

সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি—

দেখা দাও, দেখা দাও,

পরমুহূর্তেই ফের চোখ মুছি।

হেসে বলি,

তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।