Tumi jokhon chul khule dao তুমি যখন চুল খুলে দাও – বুদ্ধদেব বসু
তুমি যখন চুল খুলে দাও
ভয়ে আমি কাঁপি।
তুমি যখন চুল খুলে দাও,
ভেসে আসে তােমার চুলের গন্ধ,
গুনগুন করে গান করাে তুমি,
ভয়ে আমার বুক কাঁপে।
গুনগুন করে গান করাে তুমি
আমার পাশে বসে :
তােমার মুখ দেখা যায় না,
বুকে এসে লাগে চুলের গন্ধ
ভয়ে আমার বুক কাঁপে।
তােমার মুখ ফেরানাে :
তােমার কালাে চুল বেয়ে পড়ে,
তােমার কালাে চুল বেয়ে ওঠে
আমার হৃদয় জড়িয়ে –
ভয়ে আমি মরি।
তুমি যখন চুল খুলে দাও
ভয়ে আমি কাঁপি।
Subscribe
0 Comments
Oldest