Tumi jokhon chul khule dao তুমি যখন চুল খুলে দাও – বুদ্ধদেব বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
 তুমি যখন চুল খুলে দাও
 ভয়ে আমি কাঁপি।
 তুমি যখন চুল খুলে দাও,
 ভেসে আসে তােমার চুলের গন্ধ,
 গুনগুন করে গান করাে তুমি,
 ভয়ে আমার বুক কাঁপে।
 গুনগুন করে গান করাে তুমি
 আমার পাশে বসে :
 তােমার মুখ দেখা যায় না,
 বুকে এসে লাগে চুলের গন্ধ
 ভয়ে আমার বুক কাঁপে।
 তােমার মুখ ফেরানাে :
 তােমার কালাে চুল বেয়ে পড়ে,
 তােমার কালাে চুল বেয়ে ওঠে
 আমার হৃদয় জড়িয়ে –
 ভয়ে আমি মরি।
 তুমি যখন চুল খুলে দাও
 ভয়ে আমি কাঁপি।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।