উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

Bechara kobita Upendra Kishore Ray Chowdhury বেচারা - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

Bechara chotoder kobita বেচারা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

  হতভাগাপাজি বলে কে দিয়েছে কানটি মলে, কে বলেছে মন্দ? বেচারা গো, গোবেচারা, মুখখানি খাঁচাঘেরা খাওয়াদাওয়া বন্ধ! ভুলে সব খেলাধূলা একা একা সারাবেলা বসে আছে চুপটি | সাজা পায় বিনাদোষ ? তাই এত ফোঁসফোঁস, কাঁদ-কাঁদ মুখটি ? সাত পাঁচ কি…

Read MoreBechara chotoder kobita বেচারা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

Poem Komola Napit কমলা নাপিত – উপেন্দ্রকিশাের রায়চৌধুরী

একদিন কিনা কমলা নাপিত লাঙল নিয়ে কাঁধে ক্ষেতে গেছল চাষ করতে। আর কে লাঙল ফাঁদে! বাঘ এসে বললে তখন, ‘তুই না বেটা চাঁই? কোথা যাবি কমলা নাপিত, তােরে ধরে খাই! নাপিত বললে, ‘ওরে বাঘ! তুই যে ভারি বােকা! ভরবে না…

Read MorePoem Komola Napit কমলা নাপিত – উপেন্দ্রকিশাের রায়চৌধুরী

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।