Valobasa ami tomar jonno ভালোবাসা আমি তোমার জন্য মহাদেব সাহা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Valobasa ami tomar jonno Mahadev Saha ভালোবাসা আমি তোমার জন্য মহাদেব সাহা

 

ভালোবাসা আমি তোমাকে নিয়েই

সবচেয়ে বেশি বিব্রত আজ

তেমাকে নিয়েই এমন আহত

এতো অপরাধী, এতো অসহায়!

তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই

তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারী।

ভালোবাসা তুমি ফুল হলে তার

ফুলদানি পেতে অভাব ছিলো না,

মেঘ হলে তুমি সুদূর নীলিমা

তোমাকে দিতাম উড়ে বেড়াবার;

জল হলে তুমি সমুদ্র ছিলো

তোমারই জন্য অসীম পাত্র-

প্রসাধনী হলে তোমাকে রাখার

ছিলো উজ্জ্বল অশেষ শো-কেস,

এমনকি তুমি শিশির হলেও

বক্ষে রাখার তৃণ ছিলো, আর

সবুজ পাতাও তোমার জন্য

হয়তোবা হতো স্মৃতির রুমাল।

ভালোবাসা তুমি পাখি হতে যদি

তোমাকে রাখার ভাবনা কি ছিলো

এই নীলকাশ তোমারই জন্য

অনায়াসে হতো অনুপম খাঁচা!

কিন্তু তুমি তো ফুল নও কোনো

মেঘ নও কোনো দূর আকাশের,

ভালোবাসা তুমি টিপ নও কোনো

তোমাকে কারো বা কপালে পরাবো;

ঘর সাজাবার মেহগনি হলে

ভালোবাসা তুমি কথা তো ছিলো না

তুমি তো জানোই ভালোবাসা তুমি

চেয়েছো মাত্র উষ্ণ হৃদয়!

খোঁপায় তোমাকে পরালেই যদি

ভালোবাসা তুমি ফুটতে বকুল,

কারো চোখে যদি রাখলেই তুমি

হতে ভালোবাসা স্নিগ্ধ গোধূলি-

তাহলে আমার তোমাকে নিয়ে কি

বলো ভালোবাসা এমন দৈন্য,

আমি তো জানিই তোমার জন্য

পাইনি যা সে তো একটি হৃদয়

সামান্যতম সিক্ত কোমল,

স্পর্শকাতর অনুভূতিশীল!

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
soniashafiqua
soniashafiqua
2 years ago

It’s a very nice poem.

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।