Vasan kobita lyrics Falgu Basu : ভাসান – ফল্গু বসু
কেবল নাতাশার মা জানতো
আমি জলের ওপর বসেছিলাম, আঙুলে
চরকের ধূলো, শূণ্যের তাৎপর্য কেউ নষ্ট করেনি
আলোই বাতাস, আর ছায়া
তবু সদাহাস্যময় জলে
কারা যেন রাইরাজ্য ডুবিয়ে দিয়ে গেল ।
Subscribe
0 Comments
Oldest